মেদিনীপুর শহরের বিশিষ্ট আনন্দমার্গী কমলা মণ্ডল গত ৯ই জানুয়ারী পার্থিব দেবত্যাগ করে পরমপিতার কোলে আশ্রয় নেয়৷ ১৭ই জানুয়ারী বৈশাখীপল্লীতে তাঁর বাসভবনে শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে ১ঘন্টা ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এরপর মার্গীয়বিধি মতে শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন ডায়োসিস সচিব আচার্য নিত্যতীর্র্থনন্দ অবধূত৷ একনিষ্ঠমার্গী ভক্তিমতী কমলাদির স্মৃতি চারণা করেন মার্গী ভাই বোন ও আত্মীয় পরিজন৷ কেন্দ্রীয় শিক্ষাসচিব আচার্য তন্ময়ানন্দ অবধূত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি৷ তাঁর পাঠান লিখিত শোকবার্র্ত পাঠ করে শোনান হয়৷
গত ১০ই জানুয়ারি সন্ধ্যায় বিশিষ্ট মার্গী পাঁশকুড়া নিবাসী শ্রী নলিনীরঞ্জন কর পরলোক গমন করেন৷ ১৮ তারিখ সকালে স্ত্রী-পুত্র-কন্যা, আত্মীয় স্বজন ও স্থানীয় মার্গীদের উপস্থিতিতে মার্গীয় প্রথায় ওঁর শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়৷ শ্রী ধনঞ্জয় মিশ্র, শ্রী রণজিৎ রাউত প্রমুখ ব্যষ্টিরা স্মৃতি চারণকালে মার্গের প্রতি ওঁর নিষ্ঠা, ভক্তি ও বিভিন্ন কর্মধারার উল্লিখিত করেন প্রবীণ মার্গী তথা তাত্ত্বিক শ্রী সুভাষ প্রকাশ পাল৷