বীরভূম জেলার বাজেবুজুং গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত গীতা দের শ্রাদ্ধানুষ্ঠান গত ৯ই জানুয়ারী তাঁর বাজেবুজুং গ্রামের বাসভবনে মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷
শ্রীমতি গীতা দে গত ৩রা জানুয়ারী ২০২২ সকাল ৯টা ১৫ মিনিটে পরলোক গমন করেন৷ তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷ তিনি বীরভূম জেলার একজন সক্রিয় আনন্দমার্গী ছিলেন৷ গীতা দে একনিষ্ঠ আনন্দমার্গী পরলোক সত্যরঞ্জন দে-র স্ত্রী৷ তাঁর আকস্মিক পরলোক গমনে আত্মীয় স্বজন ও মার্গীয় মহলে শোকের ছায়া নেমে আসে৷ ৯ই জানুয়ারী শ্রাদ্ধানুষ্ঠানে জেলার বহু মার্গীভাই-বোন ও সন্ন্যাসী দাদা- দিদিরা উপস্থিত ছিলেন৷ ওইদিন সকাল ১১টায় অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশনের পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দপ্রজ্ঞাধীশা আচার্যা৷ শ্রাদ্ধানুষ্ঠান শেষে আনন্দমার্গের সমাজশাস্ত্র ও শ্রাদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন জেলার প্রবীন মার্গী ও গীতা দের সংঘজীবনের সঙ্গী অনন্ত মালাকার ও মোহিত মজুমদার৷ পরিশেষে স্মৃতিচারণা করেন গীতা দের কন্যা গোপা শীল৷