মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁইপুর গ্রামের প্রবীন আনন্দমার্গী শ্রী সুধাময় পালের মা স্বর্গীয়া কৃষ্ণভাবিণী পালের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় পদ্ধতিতে আজ ১৩ই জুন, সোমবার নিজ বাসভবনে আত্মীয় পরিজন, গ্রামবাসী ও মার্গী দাদা দিদিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়৷ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ‘‘বাবা নাম কেবলম্‌’’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় পাঠ করেন শ্রীমতী শিউলি নায়েক প্রতিহার৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ মৃত্যু ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা ও মার্গীয় পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন শ্রী রঞ্জিত ঘোষ, অসিত কুমার দত্ত ও আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন সুধাময় পাল, পার্থ পাল পুষ্প রাণী ঘোষ ও ইলা পাত্র৷ কৃষ্ণভাবিণী দেবীর স্মৃতিতে একটি বটবৃক্ষ রোপণ করা হয়৷ নারায়ণ সেবা ছাড়াও বস্ত্র বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী সৌমিত্র পাল৷