সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
উত্তর কলকাতার উল্টোডাঙ্গাতে এখানকার বিশিষ্ট আনন্দমার্গী স্বপন সাহার মধ্যমভ্রাতা প্রয়াত বলরাম সাহার শ্রাদ্ধানুষ্ঠান গত ২৬শে জানুয়ারী আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ গত ২৪শে জানুয়ারী শ্রী বলরাম সাহা (৬২) দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাবড়া অশোকনগর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
২৬শে জানুয়ারী শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সত্যশিবানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর তিনি বলেন, স্থূল শরীর ত্যাগের পর প্রয়াতের বিদেহী মনের জন্যে তণ্ডুল, বস্ত্রাদি কোনো উপকরণের প্রয়োজন হয় না৷ তাই শ্রাদ্ধানুষ্ঠানে প্রকৃতপক্ষে এসবের কোনো দরকারই পড়ে না৷ প্রয়াতের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ও তাঁর আত্মার সদ্গতির জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই শ্রাদ্ধের প্রধান কথা৷