সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দনগর সংলগ্ণ গুড়িডি নিবাসী দীর্ঘদিনের পুরোনো আনন্দমার্গী শ্রী ভক্তেশ্বর গরাঞয়ের ৫৭ বছর বয়সি ধর্মপত্নী শ্রীমতি প্রমিলা গরাঞ গত ২২ অক্টোবর,২৩ সকালে অকস্মাত ইহলোক ছেড়ে পরলোকে গমন করেন৷ মৃত্যুকালে তিনি রেখে যান চার ছেলে তিনপুত্রবধূ ও নাতি নাতনি৷ ৩১শে অক্টোবর গুড়িডি নিজ নিবাসে আনন্দমার্গে চর্যাচর্য বিধান অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷