সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
হাওড়া জেলার মৌড়ীগ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীশ্যামাপদ মণ্ডলের স্ত্রী বিজলী মণ্ডলের মাতৃদেবী শেফালী মণ্ডলের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গের চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয় গত ২রা মার্চ মৌড়ীগ্রাম বাসভবনে৷ মৃত্যুর সময় শেফালী মণ্ডলের বয়স হয়ছিল ৮৫ বছর৷
অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর ভাবগম্ভীর পরিবেশে শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ উপস্থিত ছিলেন মহাব্রত ব্রহ্মচারী৷ ব্রহ্মচারীনি রঞ্জিতা আচার্যা অবধূতিকা আনন্দরসধ্যানা আচার্যা সুব্রত সাহা, বকুলচন্দ্র রায়, সুশান্ত শীল প্রমুখ৷
শ্রীমতী শেফালী মণ্ডল পুরুলিয়া জেলার হুড়ায় তাঁর পৈত্রিক বাসভবনে উপস্থিত থেকে স্থানীয় ৩০জন দুঃস্থ মহিলার হাতে শাড়ী একটি করে মিষ্টির প্যাকেট ও এক বোতল করে জল দেন৷