মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১) গত ১৫ই মার্চ হুগলি জেলার  গোপীনগরে এখানকার  বিশিষ্ট আনন্দমার্গী দিবাকর মিত্রের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷ গত ৫ই মার্চ তিনি পরলোক গমন করেছেন৷

২)  ৫ই মার্চ শ্রাদ্ধানুষ্ঠানে কীর্ত্তন ও প্রভাত সঙ্গীত পরিচালনা  করেন আচার্য সেবাব্রতানন্দ অবধূত, শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ শ্রাদ্ধকর্তা ছিলেন প্রভাত দিবাকর মিত্রের  পুত্র অভীক মিত্র৷ শ্রাদ্ধানুষ্ঠানের পর শ্রাদ্ধানুষ্ঠান  ও আনন্দমার্গের  সমাজশাস্ত্রের ওপর  বক্তব্য রাখেন আচার্য সুতীর্থানন্দ অবধূত৷

৩)  নিজস্ব সংবাদদাতা ঃ গত ২৪শে মার্চ রবিবার মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের হরিসিংহপুর গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী প্রয়াত সতীশ চন্দ্র জানার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষ্যে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড নাম সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷ এখানে উল্লেখ্য যে হরিসিংহপুর গ্রামে  শ্রী সতীশচন্দ্র জানা দীর্ঘদিন আনন্দমার্গের ব্যাপক প্রচারকাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন৷ আনন্দমার্গের এই বিশিষ্ট মার্গী দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ১৬ই মার্চ প্রয়াত হন৷ তাঁর অকাল প্রয়াণে সকল আনন্দমার্গীরা গভীর শোক প্রকাশ করেন৷