মার্গীয় পদ্ধতিতে বিবাহ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে জানুয়ারী ২০১৯ মালদা জেলার সানসিয়া গ্রামের বাসিন্দা বিশিষ্ট আনন্দমার্গী জিতেন বসাকের একমাত্র পুত্র শুভেন্দু বসাকের সঙ্গে কালিয়াচকের বাসিন্দা স্বর্গীীয় পুলক সাহার কন্যা কল্যণী সাহার শুভবিবাহ মার্গীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে বরপক্ষে পৌরোহিত্য করেন রায়গঞ্জের ডি.এস. আচার্য রসবোধানন্দ অবধূত ও পাত্রীপক্ষে ব্রহ্মচারিণী সুস্মিতা আচার্যা পৌরোহিত্য করেন৷ অনুষ্ঠানের শেষে এই অভিনব বিবাহ পদ্ধতি বিষয়ে বক্তব্য রাখেন আচার্য কৃষ্ণস্বরূপানন্দ অবধূত৷ এছাড়াও উপস্থিত ছিলেন ডিট.এস. আচার্য রত্নেশানন্দ অবধূত ও আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত৷ অনুষ্ঠানের শুভ সূচনায় তিন ঘণ্টা ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনের মধ্য দিয়ে শুরু হয়৷ উপস্থিত অতিথিবৃন্দ ও প্রতিবেশীরা যৌতুকহীন এই বিবাহ পদ্ধতি প্রত্যক্ষ করে খুবই খুশী হন৷