সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১৪ই এপ্রিল রঘুনাথবাড়ি ইয়ূনিটে শ্রী রণজিৎ ভৌমিকের বাড়িতে তাঁর নাতির শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গের সমাজশাস্ত্র চর্যাচর্যের বিধি অনুসারে সম্পন্ন হয়৷ প্রথমে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টার অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনান্তে মূল অনুষ্ঠানটি হয়৷ মার্গীয় প্রথায় অন্নপ্রাশন অনুষ্ঠানের যথার্থতা সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা৷ শ্রদ্ধেয় আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত সারাক্ষণ উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন৷ নবজাতকের নাম রাখা হয় ঐতিহ্য৷ প্রায় পাঁচ শতাধিক ব্যষ্টি অনুষ্ঠানটির নূতনত্ব ও ভাবগাম্ভীর্য দেখে যুগপত পুলকিত ও বিস্মিত হন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য প্রাণাধীশানন্দ অবধূত৷