মার্গীয় প্রথায় বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে এপ্রিল,২৩ আনন্দনগরের পিরি গ্রামে আনন্দমার্গ সমাজশাস্ত্র চর্যাচর্য বিধি অনুসারে ভজন, কীর্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের মধ্য দিয়ে আধ্যাত্মিক পরিমণ্ডল সৃষ্টির আবহে ঋষি ও লক্ষীর শুভবিবাহ সুসম্পন্ন হয়৷ পাত্র পক্ষে পৌরহিত্য করেন আচার্য মোহনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে পৌরোহিত্য করেন অবধূতিকা আনন্দ অনুময়া আচার্যা৷

পাত্র বড়মেট্যালা গ্রাম, থানা কোটশিলা, আনন্দনগর নিবাসী কল্যাণীয় ‘‘ঋষি’’ পিতা শ্রী লক্ষণ চন্দ্র গোপ ও মাতা শ্রীমতী পূর্ণিমা গোপের একমাত্র পুত্র৷ পাত্রী পিরি গ্রাম, থানা  জয়পুর, আনন্দনগর নিবাসী কল্যাণীয়া ‘লক্ষী’ পিতা শ্রী নেপাল গোপ ও মাতা শ্রীমতী রীতা গোপের তৃতীয় কন্যা৷