মার্গীয়বিধিতে গৃহপ্রবেশ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৬শে নভেম্বর চাণ্ডিলের রাউতাড়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী রঘুনাথ মাহাতোর  নবনির্মিত বাসভবনে গৃহপ্রবেশ অনুষ্ঠান ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধিমতে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে ৬ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন পরিবেশিত হয়৷