মার্গীয়বিধিতে নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

ওড়িশার বালেশ্বরের বিশিষ্ট মার্গী প্রমোদ বেহেরা ও শুভ্রা বেহেরার পুত্রের নামকরণ আনন্দমার্গে চর্যাচর্য  বিধিতে অনুষ্ঠিত হয় গত ৭ই নভেম্বর৷ পুত্রের নাম রাখা হয় তরুণ জ্যোতি৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য প্রিয়কৃষ্ণানন্দ অবধূত৷ এই উপলক্ষ্যে ছয় ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয় শ্রী বেহেরার বাসগৃহে৷