সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মেদিনীপুর শহরের বিশিষ্ট আনন্দমার্গী আশিস কুমার মণ্ডলের জৈষ্ঠ্য পুত্র সৌমিক মণ্ডল ও বর্ণালী সরকার মণ্ডলের কন্যার শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান ২৯শে অক্টোবর, রবিবার কেরানীটোলা আনন্দমার্গ জাগৃতিতে মার্গীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত, বাবা নাম কেবলম্ কীর্ত্তন, ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করার পর প্রবীন আনন্দমার্গী অসিত কুমার দত্ত শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী প্রবর্ত্তিত শিশুর অন্নপ্রাশনের অনুষ্ঠানের বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করেন৷ অবধূতিকা আনন্দ তপশীলা আচার্যার পৌরোহিত্যে শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হয়৷ শিশুর নাম রাখা হয় ঐশানী৷ এই অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন৷ সবশেষে মিলিত আহারে উপস্থিত সকলেই অংশ নেন৷