গত ২০শে এপ্রিল ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ত্রিপুরা জেলার গুয়াচাঁদ গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী যদুলাল দেবনাথের পরলোকগত মায়ের শ্রাদ্ধানুষ্ঠান নিজ বাসভবনে আনন্দমার্গে চর্র্যচর্য বিধি অনুযায়ী অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত,কীর্ত্তন পরিবেশিত হয়৷ এরপর মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর রচনা থেকে পাঠ করে শোণান আচার্য সুনন্দানন্দ অবধূত৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ উক্ত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আগরতলার ডায়োসিস সচিব আচার্য ব্রহ্মদেবানন্দ অবধূত৷ আনন্দমার্গের সমাজশাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠানের তাৎপর্য ব্যাখা করে বলেন আচার্য সুব্রজানন্দ অবধূত৷
এই অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরার সকল মার্গী ভাই-বোন উপস্থিত হয়েছিলেন৷ উপস্থিত ছিলেন যদুলাল দেবনাথের পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও আনন্দমার্গের প্রবীন সন্ন্যাসী আচার্য দীপ্তেশানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ শুদ্ধচিতা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে দক্ষিণ ত্রিপুরা জেলার ভুক্তিপ্রধান শ্রী গৌরীশঙ্কর নন্দী৷