মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

 

গত ৮ই এপ্রিল পূর্বমেদিনীপুর জেলার রঘুনাথবাড়ী আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক শ্রী সঞ্জিত বাগের পিতা শ্রী ক্ষুদিরাম বাগ পরলোক গমন করেন৷ গত ১৭ই এপ্রিল পরলোকগত ক্ষুদিরাম বাগের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিমতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় প্রভাত সঙ্গীত৷ এরপর কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা৷