সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক শহরে রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট পেপারে স্থান পেল বাংলা ভাষা৷ মোট ৬০টি নির্র্বচন কেন্দ্রের ব্যালটে বাংলা ভাষা থাকবে৷ মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে এশিয়ার চারটি ভাষা স্থান পেয়েছে৷ বাংলা ছাড়াও থাকছে কোরিয়ান, চিনা ও স্প্যানিশ ভাষা৷
নিউইয়র্ক শহরে দুই বাঙলা মিলে লক্ষাধিক বাংলা ভাষী আছে৷ আমেরিকায় বসবাসীকারী বাঙালীর ৪০ শতাংশই থাকে নিউইয়র্কে৷ নিউইয়র্কের বোর্ড অব ইলেকশনের এগজিকিউটিভ ডিরেক্টর জে রায়ান বলেন--- আইন মেনেই নিউইয়র্ক শহরে কিছু নির্বাচন কেন্দ্রে বাংলা ভাষাকে স্থান দেওয়া হয়েছে৷ তিনি বলেন--- ভারত বহুভাষীর দেশ৷ এশিয়ার ভাষাগুলির মধ্যে একটি ভারতীয় ভাষা থাকার প্রয়োজন ছিল৷ অনেক আলোচনার পর বাংলাকে স্থান দেওয়া হয়েছে৷ ব্যালটে বাংলা থাকায় আমেরিকায় বসবাসকারী দুই বাঙলার বাঙালীদের ভোট দেওয়ার আগ্রহ বাড়বে৷