মাত্র ১৪ বছর বয়সেই প্রযুক্তিবিদ হয়েছেন কাজিরান কাজি নামের এক বালক৷ আমেরিকায় তিনি বসবাস করেন৷ ইলন মাস্কের সংস্থার সবচেয়ে জটিল ইন্টারভিউ সে সহজের পার করে দেয় ও সেই সংস্থায় চাকরিও পেয়ে যায়৷
আসল কথা কাজির মা বাবা জানিয়েছেন, ছোট থেকেই বিশ্বের নানা বিষয়ে কৌতুহল ছিল কাজির৷ মাত্র দুবছর বয়স থেকে সে পুরো বাক্যে কথা বলতে পারত৷ সে যখন থার্ড গ্রেডে পরে তখন বলে যে আমার সুকল সব পাঠ্যক্রম সহজ লাগছে৷ এরপর তাকে কমিউনিটি কলেজে ভর্তি করার সিদ্ধান্ত নেয়৷
মাত্র ১১ বছর বয়সে আমেরিকার সান্টাক্লারা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং পড়া শুরু করেছিল সে প্রবল উচ্ছ্বসিত৷ তার আশা, মানুষের মঙ্গলের অভিযানে নিজের বিদ্যা-বুদ্ধি খাটিয়ে বিশেষ ছাপ রাখতে পারবে সে৷
কাইরান জানান--- বিশ্বের এক দারুণ সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিতে চলেছি আমি৷ যে সংস্থা আমার বয়সকে একেবারেই প্রতিবন্ধকতা হিসেবে দেখেনি৷