চাঁদের কক্ষপথে প্রবেশ করেই গন্তব্যস্থলের ছবি তুলে ফেলেছে চন্দ্রযান-৩৷ একমাস হয়ে গেছে চন্দ্রযানের পৃথিবী থেকে রওনা হয়েছে৷ গত ১৪ই জুলাই শ্রীহরি কোটা থেকে রওনা হয়েছিল চন্দ্রযান-৩৷ এখন সে চাঁদের কক্ষপথে রয়েছে৷ তবে তফাৎ শুধু এটাই যে এখন সে তার লক্ষ্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে৷ এখন শুধু আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরই ছুয়ে ফেলতে পারবে চন্দ্রযান-৩ চাঁদের মাটি৷ সেখান কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রযান-৩ সেখান থেকে পৃথিবীরও একটা ছবি পাঠানো হয়েছে৷ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে চাঁদের পৃষ্ঠে থাকা গিরিখাত--- এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টারকাস, রমন৷ দেখা যাচ্ছে পৃষ্ঠে থাকা ‘ওসিয়ানাস প্রোজেলেয়ারাম৷’ যাকে বিজ্ঞানীরা ‘ঝড়ের সমুদ্র’ও বলেন৷ এই সমুদ্র আসলে জলের সমুদ্র নয়৷ গাঢ় অন্ধকারে ঢাকা গিরিখাতকেই পৃথিবী থেকে চাঁদের কলঙ্ক হিসাবে দেখা যায়৷
এমন বহু সমুদ্রই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চন্দ্রপৃষ্ঠে৷ যার মধ্যে অন্যতম এটি৷ প্রায় ৪০ হাজার বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে এটি৷ তারও ছবি তুলেছে চন্দ্রযান-৩৷