২১শে ফেব্রুয়ারী ১৯৫২ , মাতৃভাষা বাংলা ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ঢাকার রাজপথে ছাত্র মিছিল৷ পশ্চিম পাকিস্তানি উর্দু সাম্রাজ্যবাদী শাসক কেড়ে নিতে চেয়েছিল সংখ্যাগরিষ্ঠের মাতৃভাষার অধিকার৷ তারই প্রতিবাদে মিছিল৷ জল্লাদ শাসকের বুলেটে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল পাঁচজন ছাত্র৷ রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ৷ দমে যায়নি সেই ভাষা আন্দোলন৷ পাকিস্তানি শাসকের কবল থেকে মুক্ত হয়ে মাতৃভাষার মর্যাদা রাখতে জন্ম নিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ৷ আন্তর্জাতিক মর্যাদা পেল ২১শের ভাষা আন্দোলন৷ রাষ্ট্র সংঘের স্বীকৃতিতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷
(১)
মধুর চেয়েও আরো মধুর আমার বাংলা ভাষা,
আমার প্রাণের ভাষা৷
শিরার স্রোতে ধমনীতে রক্তে মর্মে মেশা৷৷
ওষ্ঠে যখন এল হাসি, নাবল চোখে আলোর রাশি
বলেছিলুম কোলে বসি মা তুমি ক্লেশ নাশা৷৷
অনাদরে অবহেলায় তোমারে মা আজ কে কাঁদায়
জীর্ণবাসে ধূলায় লুটায় যে মোর সকল আশা৷
(২)
বাংলা আমার দেশ, বাংলাকে ভালবাসি
বাংলার দুঃখে কাঁদি বাংলার সুখে হাসি৷
বাংলার ভাইবোনেরা মোর খেলারই সাথী
বাঙালীর হিয়া অমরা ঢেলে যায় প্রীতিনীতি
বাংলার ফুল ফল জল প্রভাতের স্মিত শত দল৷
যুগান্তরের নিরাশার কুযাশা দিক নাশি
বাঙলীর যত আশা বাঙালীর প্রিয় ভাষা
বিশ্বৈকতাবাদে ফিরে পাক প্রত্যাশা
বাঙালীর ছেলেমেয়েরা বাঙালীর বোধি পসরা
সার্থক হোক হে প্রভু মহতের ভাবে মিশি৷