মৌলিক অধিকার ও কিছু মানবিক প্রশ্ন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সম্প্রতি আদালতের রায়ে কেন্দ্রীয় সরকারের হারে মহার্ঘ্যভাতা দিতে হবে রাজ্যসরকারকে৷ এই রায় দিতে গিয়ে রাজ্যের উচ্চ আদালতের এক বিচারপতি মন্তব্য করেছেন---ডিএ পাওয়ার অধিকার সরকারী কর্মচারীদের মৌলিক অধিকার৷ মহামান্য আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখেই কয়েকটি প্রশ্ণ করতে হয়---মৌলিক অধিকার কি শুধু সরকারী কর্মচারীদের ক্ষেত্রেই প্রযোজ্য? আদালত এই রায়ের পক্ষে যুক্তি দিয়েছেন---খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির সঙ্গে মহার্ঘ্যভাতার সম্পর্ক৷ তাই পণ্যের দাম বাড়ালেই মহার্ঘভাতা পাওয়া কর্মীদের আইনি অধিকার৷ প্রশ্ণ পণ্যের মূল্যবৃদ্ধিরপ্রভাব কি শুধু সরকারী কর্মচারীদের উপরই পড়ে৷ দেশের বিশাল সংখ্যক দরিদ্র জনগণ যারা সরকারী কর্মচারী নন তাঁরা কি মৌলিক অধিকারের আওতায় পড়েন না? দেশে সরকারী কর্মচারী চার শতাংশের মত, বাকী ৯৬ শতাংশের মহার্ঘভাতা পাওয়ার অধিকার নেই৷ তাহলে প্রশ্ণ দেশের মাত্র চার শতাংশের ক্ষেত্রে প্রযোজ্য মৌলিক অধিকার কি ন্যায়-নীতি সম্পন্ন?