মায়ানমার থেকে কিডনি বেচার জন্য দলে দলে দিল্লীর বেসরকারি হাসপাতালে  

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

দি টেলিগ্রাফ সংবাদপত্রে একটি প্রতিবেদনটিতে প্রকাশিত হয় টাকার জন্য মায়ানমার থেকে বহু যুবকেরা দিল্লির বেসরকারী হাসপাতালে কিডনি বিক্রি করতে আসছে৷ এই খবরটি প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে কেন্দ্র সরকার৷ এই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে৷ তদন্তও শুরু করেছে কেন্দ্র৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘নটো’ মূলত অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করে থাকে৷ ইতিমধ্যেই নটোর ডিরেক্টর  ও স্বাস্থ্য সচিব  একটি চিঠি দিয়ে বিষয়টিকে  তদন্ত করার নির্দেশ দেন৷ এর পাশাপাশি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷

গত ৩রা ডিসেম্বর ব্রিটেনের ‘দি টেলিগ্রাফ’ সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে--- টাকার জন্য মায়ানমারের উচ্চবিত্ত পরিবারগুলির সদস্যদের জন্যে কিডনি বিক্রি করছেন৷ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন হাসপাতাল কর্ত্তৃপক্ষ৷ বর্তমান আইননুযায়ী নিজের আত্মীয়রাই অঙ্গদান করতে পারে৷ দূর সম্পর্কের যদি কেউ অঙ্গদান করলে, তিনি যে অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অঙ্গদান করেনি তা সুনিশ্চিত করতে হয়৷ মূলত এই বৈষম্য রুখতেই এই ব্যবস্থা৷ তবে হাসপাতালগুলির পক্ষ থেকে জানানো হয়েছে আইন বিরোধী কোন কাজের সঙ্গে তারা যুক্ত নন৷