দি টেলিগ্রাফ সংবাদপত্রে একটি প্রতিবেদনটিতে প্রকাশিত হয় টাকার জন্য মায়ানমার থেকে বহু যুবকেরা দিল্লির বেসরকারী হাসপাতালে কিডনি বিক্রি করতে আসছে৷ এই খবরটি প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসে কেন্দ্র সরকার৷ এই বিষয়ে তদন্তের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে৷ তদন্তও শুরু করেছে কেন্দ্র৷ কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অধীনস্থ সংস্থা ‘নটো’ মূলত অঙ্গ প্রতিস্থাপন নিয়ে কাজ করে থাকে৷ ইতিমধ্যেই নটোর ডিরেক্টর ও স্বাস্থ্য সচিব একটি চিঠি দিয়ে বিষয়টিকে তদন্ত করার নির্দেশ দেন৷ এর পাশাপাশি এক সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে৷
গত ৩রা ডিসেম্বর ব্রিটেনের ‘দি টেলিগ্রাফ’ সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশিত হয়৷ প্রতিবেদনটিতে বলা হয়েছে--- টাকার জন্য মায়ানমারের উচ্চবিত্ত পরিবারগুলির সদস্যদের জন্যে কিডনি বিক্রি করছেন৷ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন হাসপাতাল কর্ত্তৃপক্ষ৷ বর্তমান আইননুযায়ী নিজের আত্মীয়রাই অঙ্গদান করতে পারে৷ দূর সম্পর্কের যদি কেউ অঙ্গদান করলে, তিনি যে অর্থ বা অন্য কিছুর বিনিময়ে অঙ্গদান করেনি তা সুনিশ্চিত করতে হয়৷ মূলত এই বৈষম্য রুখতেই এই ব্যবস্থা৷ তবে হাসপাতালগুলির পক্ষ থেকে জানানো হয়েছে আইন বিরোধী কোন কাজের সঙ্গে তারা যুক্ত নন৷