মদনপুরে আনন্দমার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৬ই ফেব্রুয়ারী নদীয়া জেলার মদনপুর নিবাসী বিশিষ্ঠ মার্গীবোন শ্রীমতী কাজল সরকারের মাতৃদেবী প্রবীনা আনন্দমার্গী শ্রদ্ধেয়া বেলা রানী কর্মকার ৯৮ বছর বয়সে ঝালদায় নিজ গৃহে ৩রা ফেব্রুয়ারী ২০২৪ শনিবার সন্ধ্যে ৭টা ৩০মিঃ সময় পরম পিতার স্নেহময় ক্রোড়ে আশ্রয় নিয়েছেন৷ আনন্দমার্গীয় প্রথায় স্থানীয় শ্মশানে তাঁকে দাহ করা হয়৷ ৬ই ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার বেলা ১২টায় নদীয়া জেলার মদনপুরস্থ তাঁর কন্যা কাজল সরকার তাঁর বাসগৃহে প্রভাত সঙ্গীত মানবমুক্তি মহামন্ত্র বাবা নাম কেবলম্‌ কীর্তন, মিলিত সাধনা,গুরুপুজা ও স্বাধ্যায়ের মধ্যে দিয়ে একটি ভাব গম্ভীর পরিমন্ডলের মধ্যে আনন্দমার্গীয় বিধিতে মাতৃদেবীর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করেন৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন ও আনন্দমার্গের শ্রাদ্ধবিধি সম্পর্কেও আলোচনা করেন কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷ স্মৃতিচারন করেন প্রয়াত বেলা দিদির কন্যা শ্রীমতীকাজল সরকার৷