মধ্যবিত্তের পকেটে হাত কোপ ই.পি.এফ.সুদে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মোদী জমানায় মধ্যবিত্তের পকেটে সাফ হয়ে যাচ্ছে৷ উত্তরপ্রদেশ সহ চার রাজ্যের নির্বাচনে ফল কেন্দ্রীয় শাসকদলের অনুকূলে গেছে৷ ব্যতিক্রম পঞ্জাব৷ ভোট শেষে মোদি জমানার অর্থনীতির ধারা বজায় রেখে আবার মধ্যবিত্তের ঘাড়ে কোপ বসালো৷

কর্মচারী প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ থেকে কমিয়ে হলো ৮.১ শতাংশ৷ গত ১২ই মার্চ গুয়াহাটিতে কর্মচারী ভবিষ্যনিধি সংঘটনের বৈঠক থেকে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব সরকারের এই সিদ্ধান্ত ঘোষনা করেন৷

পশ্চিমবঙ্গের প্রাক্তন অর্থমন্ত্রী ও বর্তমানে মুখ্যমন্ত্রীর আর্থিক উপদেষ্টা অমিত মিত্র বলেন---কনজিউমের প্রাইস ইনডেক্স,পাইকারী মুদ্রাস্ফীতি উর্দ্ধমুখী, এই অবস্থায় পি.এফের সুদে কোপ মধ্যবিত্তের কাছে গোদের ও বিষফোঁড়া৷