গত ২৬শে ফেব্রুয়ারী দিল্লির এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন--- আগামী পাঁচবছর এমন ব্যবস্থা করবো যাতে দেশবাসীর সরকারকে প্রয়োজন না হয়৷ নাগরিক জীবনে সরকারের ভূমিকা বিশেষ থাকবে না৷ প্রধানমন্ত্রী বিশেষ করে মধ্যবিত্তের কথা উল্লেখ করেছেন৷ মোদি সরকার গরীবদের সহায়তা দেবে৷ তবে বণিকদের প্রসঙ্গ তিনি উল্লেখ করেননি৷ সম্ভবত বণিকদের সরকারকে প্রয়োজন নেই, সরকারকে বণিকদের প্রয়োজন আছে সেই কারণেই৷ প্রধানমন্ত্রী এবার আরও স্পষ্ট করলেন সরকার নির্ভর নয়---আত্মনির্ভর হোক দেশবাসী৷ বছরে দুকোটি চাকরী, শূন্য এ্যাকাউন্টে ১৫ লাখ---আচ্ছা দিনের স্বপ্ণ কিছুতেই আর সরকারের প্রয়োজন নেই মধ্যবিত্তের৷ তবে নাগরিক জীবনে সরকারের ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রীর বার্র্তয় ধোঁয়াশা থেকেই গেছে৷ মধ্যবিত্তের সরকারকে দরকার নেই বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট করেননি৷এদিনের টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণে বাঙলা অচ্ছুত থেকেই গেছে৷ তাঁর ভাষণে বিভিন্ন রাজ্যের বস্ত্রের উল্লেখ থাকলেও বাঙলার বালুচরি, মুর্শিদাবাদ সিল্ক, তসর ধনে খালির কথা ছিল না৷ ওনার হয়তো জানাই নেই বাঙলার বস্ত্র সম্ভারের কথা৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়