উত্তর ২৪ পরগণা জেলার মধ্যম গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মোহন অধিকারীর বাসগৃহে গত ৯ই জানুয়ারী সকাল ১১টা থেকে অপরাহ্ণ ৫ ঘটিকা পর্যন্ত দীর্ঘ ৬ঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ জেলার মার্গী ভাইবোন ছাড়াও সন্ন্যাসী দাদা-দিদিরা ও বহু স্থানীয় বিশিষ্ট জনেরা এই কীর্ত্তনে অংশগ্রহণ করেন৷
কীর্ত্তনের সুরমুর্ছনায় ও ভাব মাধুর্যে সকলেই দীর্ঘ ৬ ঘন্টা আধ্যাত্মিক আনন্দে আপ্লুত ছিলেন৷ কীর্ত্তন পরিচালনা করেন আচার্য সুদত্তানন্দ অবধূত, আচার্য কীর্তিনাথানন্দ অবধূত, আচার্য সিতিকন্ঠানন্দ অবধূত, শুভদীপ হাজারী ও চিরন্তন সাহা প্রমুখ৷ কীর্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধানের পর কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ভুক্তিপ্রধান শ্রী সন্তোষ কুমার বিশ্বাস, আচার্য ত্রিগুণাতীতানন্দ অবধূত ও আচার্য প্রমথেশানন্দ অবধূত৷ পরিশেষে গৃহকর্র্ত শ্রীমোহন অধিকারী উপস্থিত সকলকে তাঁর গৃহে কীর্ত্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটান৷