মধ্যপ্রদেশে প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়লেন অসংখ্য পূণ্যার্থীরা, পুলিশসূত্রে জানা গেছে প্রায় ৪০জন পূণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁদের মধ্যে ১৫জন পুণ্যর্থীর গুরুতর অবস্থা৷ সংবাদমাধ্যম সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী গত সোমবার পুণ্যার্থীদের একটি দল শোভাযাত্রা নিয়ে বেড়িয়েছিলেন৷ রাত্রে পথে তাঁরা একটি জায়গায় আশ্রয় নেন৷ সেই সময় ভাং মেশানো প্রসাদ খান সকলে৷ প্রসাদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন পুণ্যর্থী অসুস্থ বোধ করতে থাকেন৷ একে একে পুণ্যার্থী দলের সকলেই অসুস্থ হয়ে পড়েন৷
ঘটনাস্থলে পুলিশ এসে দেখে সকল পুণ্যার্থীদের গুরুতর অবস্থা৷ তৎক্ষণাৎ তারা স্বাস্থ্য দফতরকে জানায় ও স্বাস্থ্য দফতরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে যান৷ তারপর তারা অসুস্থ মানুষদের শারীরিক পরীক্ষা করেন৷ ২৫জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়৷ কিন্তু ১৫জনের অবস্থা খুবই বিগড়ে যায়৷ তাদের স্থানীয় সরকারী হাসপাতালে ভর্তি করানো হয়৷ এখন অবশ্য তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন৷
পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পুণ্যার্থীদের প্রসাদ স্বাস্থ্যদফতর ল্যাবে পাঠিয়েছেন, এখন কি ভাবে এই বিষক্রিয়া করা হয়েছে তা রিপোর্ট এলেই জানা যাবে ৷