শারদোৎসবের প্রাক্কালে মেদিনীপুর শহরের ডিএভি পাবলিক স্কুলে ৫ই অক্টোবর, শনিবার অনুষ্ঠিত হল রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন, পশ্চিম মেদিনীপুর জেলা শাখা পরিচালিত ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা৷ বিদ্যালয়ের শিক্ষিকা সোমা চৌধুরী চট্টরাজের পরিচালনায় অনুষ্ঠানের শুভারম্ভ হয় গায়ত্রী মন্ত্রোচ্চারণের মাধ্যমে৷ শিক্ষার্থীদের সমবেত আগমনী সঙ্গীত পরিবেশনের পর স্বাগত ভাষণ দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত টিচার ইন চার্জ৷ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ৫০জন শিক্ষার্থীর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী সুন্দর ভাবে পরিবেশন করে দার্শনিক ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্পটি৷ বিচারক হিসেবে উপস্থিত শ্রী শুভদীপ বসু ও শ্রীমতী পাঞ্চালী চক্রবর্তীর বিচারে যে পাঁচজন প্রতিযোগী সেরা হিসেবে বিবেচিত হয় তারা হল--- অনুজ্ঞা সরকার, মোহক মাইতি, সমৃদ্ধি চ্যাটার্জী, স্নেহা মৈনান ও শুভলগ্ণা হাটুই৷ সফল পাঁচ জন প্রতিযোগী সহ সকল প্রতিযোগীর হাতে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয় RAWA সংস্থার পক্ষ থেকে৷ শারদোৎসবের পরে আর যে যে বিদ্যালয়ে গল্প বলা প্রতিযোগিতা বাকি আছে সেই প্রতিষ্ঠানগুলিতে হবে৷
মেদিনীপুর শহরের মহাতাবপুরে অবস্থিত মহিলা পরিচালিত আনন্দ মার্গ স্কুলে রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন পরিচালিত পঞ্চম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ প্রতিযোগিতার পূর্বে প্রতিযোগীরা সমবেতভাবে ‘আমরা গড়ে নোব গুরুকূল’ প্রভাত সঙ্গীতটি পরিবেশন করে৷ বিচারকদের বিচারে সেরা তিন জন প্রতিযোগী হল--- চন্দন দেব সিংহ, সুমনা মাহাত ও বর্ণালী কিস্কু৷ পুরস্কার বিতরণের আগে তারা যোগাসন ও কৌষিকী নৃত্য পরিবেশন করে৷ বিদ্যালয়ের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা সহ অন্যান্য শিক্ষিকা ও বিচারকগণ প্রতিযোগীদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন৷ টিচার ইন চার্জ মমতা পাল প্রতিযোগিতার মূল দায়িত্বে ছিলেন৷