মেদিনীপুরে অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ঝেঁতলার বড়গোপীনাথপুর গ্রামের সুকেশ পলমল ও রবীন্দ্র পলমলের গৃহে ১১ই এপ্রিল তিন ঘণ্টা ব্যাপী ’ বাবা নাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হল৷ সকাল ৯টায় প্রভাত সঙ্গীত গাওয়ার পর শুরু হয় কীর্ত্তন ৷ কীর্ত্তন শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ করা হয়৷ ‘পরমপুরুষ আমার’ প্রবচনটি পাঠ করেন শ্রী রঞ্জিত কুমার ঘোষ মহাশয়৷ এরপরে কীর্ত্তন প্রসঙ্গে ও আনন্দ মার্গ আদর্শ সম্বন্ধে সুন্দরভাবে বক্তব্য রাখেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ প্রায় ঘন্টা খানেক বক্তব্যে উপস্থিত সকলেই মোহিত হয়ে যান৷ ইতিমধ্যে একটি নেবু গাছের চারা তাদের গৃহপ্রাঙ্গনে রোপণ করা হয়৷ সবশেষে চার শতাধিক গ্রামবাসী সহ আনন্দমার্গীগণ মিলিত আহারে অংশগ্রহণ করেন৷ এই কীর্ত্তন অনুষ্ঠানে ১৪ জন নতুন ব্যষ্টি আনন্দমার্গের সাধনা পদ্ধতি শেখেন৷