মেদিনীপুরে অনুষ্ঠিত হল পি আর সরকার স্কলারশিপ প্রদান অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৫শে জানুয়ারি, শনিবার মেদিনীপুর শহরের কেরানীটোলা আনন্দমার্গ স্কুলে পি আর সরকার স্কলারশিপ পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হল৷ সমবেতভাবে ‘সংগচ্ছধবং’ মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান৷ অনুষ্ঠানের সভাপতি শ্রীশুভাশীষ সাহু সহ প্রধান অতিথি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন শিক্ষক ড:নির্মলেন্দু দে, বিশেষ অতিথি অবধূতিকা আনন্দতপশীলা আচার্যা, শ্রী সুভাষ প্রকাশ পাল ও শ্রীরঞ্জিত কুমার ঘোষ মহাশয় মহান দার্শনিক ও ঋষি শ্রীপ্রভাতরঞ্জন সরকার এর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের পর আসন গ্রহণ করেন৷ তাঁদের পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়৷ স্বাগত ভাষণ দেন শ্রীরঞ্জিত কুমার ঘোষ মহাশয়৷ স্কলারশিপ পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার রঘুনাথ বাড়ি আনন্দমার্গ স্কুল অভাবনীয় সাফল্য অর্জন করায় সেরা স্কুল হিসেবে বিশেষ পুরস্কার লাভ করে৷ স্কুলের টিচার ইন চার্জ শ্রী সঞ্জিত কুমার বাগের হাতে বিশেষ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডঃ নির্মলেন্দু দে মহাশয়৷ এরপরে প্রধান অতিথি মহাশয় মনোগ্রাহী বক্তব্য রাখেন৷ বৃত্তি প্রাপক বারোজন শিক্ষার্থীকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সকলের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় ও তাদের প্রাপ্ত নম্বর জানিয়ে দেওয়া হয়৷ আনন্দ মার্গের শিক্ষাব্যবস্থা ও এই পরীক্ষা চালু করার বিষয়ে প্রাসঙ্গিক কিছু আলোচনা করেন অবধূতিকা আনন্দ তপশীলা আচার্যা, সুভাষ পাল ও সঞ্জিত কুমার বাগ৷ উপস্থিত অতিথিবর্গের হাত দিয়ে বৃত্তি প্রাপকদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়৷ শিক্ষার্থীদের তরফে ইন্দ্রাক্ষী নায়ক ও ঐশী ভৌমিক আনন্দ মার্গ স্কুলে তাদের কেমন লেগেছে সেই প্রসঙ্গে অল্প করে কিছু বলে৷ সবশেষে অনুষ্ঠানের সভাপতি শ্রী শুভাশীষ সাহু তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক শ্রী সুব্রত মাইতি৷ এছাড়াও এই অনুষ্ঠানটিকে সফল করতে সহযোগিতা করেন মমতা পাল, কল্পনা গিরি,ধৃতি পাল প্রমুখ৷