মেদিনীপুর ডায়োসিসের (পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা) নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২০২৫ সালের ৪ঠা ও ৫ই জানুয়ারি মেদিনীপুর শহরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা শ্রী জীতেন্দ্রনাথ বেরা ও শ্রীমতী রীতা বেরার বাসগৃহে ২৪ঘণ্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম’ কীর্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত পরিবেশনের পর ৪তারিখ বিকেল ৩টায় শুরু হয়ে পরদিন অর্থাৎ ৫তারিখ বিকেল ৩টা পর্যন্ত চলে এই কীর্তন অনুষ্ঠান৷ আনন্দ মার্গীগণ ছাড়াও এলাকাবাসী ও আনন্দমার্গের শ্রদ্ধেয় সন্ন্যাসী গণ উপস্থিত ছিলেন৷ কীর্তন শেষে প্রসাদ গ্রহণ করেন সাড়ে তিন শতাধিক মানুষ৷ আয়োজক বেরা পরিবারের উদ্যোগে প্রকৃত দুঃস্থ ৩০জন মানুষের হাতে শীতবস্ত্র (চাদর) তুলে দেওয়া হয়৷ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যা শ্রীমতী বীণাপাণি মহাশয়ার হাত দিয়ে শীতবস্ত্র প্রদান শুরু হয়৷ বক্তারা কীর্ত্তনের ও সেবামূলক কাজের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়