মেদিনীপুরে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে ২২শে জুলাই,২০২২ শুক্রবার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত বেনাশুলি প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের বন দপ্তরের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিনামূল্যে চারাগাছ বিতরণের এক কর্মসূচি পালিত হয়৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী সুকুমার মান্না সব অপর তিনজন শিক্ষক শ্রী অনিমেষ পাত্র, শ্রী নির্মল কুমার মাইতি ও শ্রী বিজন মাহাতোর উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের হাতে চারাগাছ গুলি তুলে দেন পিক্যাপ সংস্থার পক্ষে শ্রী রঞ্জিত ঘোষ, আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত শ্রী শুভাশীষ সাহু, শ্রীমতি কল্পনা গিরি, পঙ্কজ সাধু প্রমুখ৷ ছাত্র ছাত্রীদের সামনে বৃক্ষরোপণের উপযোগিতা বিষয়ে বুঝিয়ে বলেন কল্পনা গিরি ও শুভাশীষ সাহু৷ আম, কাঁঠাল,পেয়ারা, মেহগনি, মচকন্দ প্রভৃতি বিভিন্ন ধরনের শতাধিক গাছ বিতরণ করা হয় ও একটি আমগাছ পার্শ্ববর্তী এক ছাত্রের বাড়ি সংলগ্ণ এলাকায় রোপণ করা হয়৷ এপ্রসঙ্গে উল্লেখ পিক্যাপ আনন্দমার্গ প্রচারক সংঘের একটি শাখা সংঘটন৷

 

নিজস্ব সংবাদদাতা ঃ গত স্বাধীনতা দিবসে সরদিয়া ষ্টেশনের অনতিদূরে গড়মহান খেলার মাঠে স্পিরিচুয়ালিষ্টস্‌ স্পোর্টস এণ্ড অ্যাডভেঞ্চার্স ক্লাবের SSAC) উদ্যোগে আচার্য গুরুকৃপানন্দ অবধূত স্মৃতিফুটবল টুর্নামেন্ট (দ্বাদশ বর্ষ) অনুষ্ঠিত হয়৷ নক আউট পদ্ধতির এই খেলায় আটটি দল অংশ গ্রহণ করে৷ খেলা শুরুর আগে সকলে দুমিনিট নীরবতা অবলম্বন করে আচার্য গুরুকৃপানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে৷ পরে আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত বলে কিক করে খেলা শুরু করে৷ পর পর খেলার শেষে তনু স্পোর্টিং উইনার্স ও এম আর সেভেন স্টার রানার্স হয়৷ বেষ্ট গোলকিপার সাসলী শীট, বেষ্ট গোলদাতা-বাবলু রায়, বেষ্ট প্লেয়ার-লক্ষণ মাহাত ও ম্যান অব দি ম্যাচ---সম্রাট চিত্রকর প্রমুখ নির্বাচিত হন৷ রানার্স ও উইনার্সকে অর্থ ও ট্রফি দিয়ে সম্মান জানানো হয়৷ সমস্ত বিজয়ীদের হাতে ট্রফিগুলি তুন্েদ্ভ্রল দেন আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত, ভোলানাথ দাস, জয়রাম চালক, রাধানাথ মাহাত, জয়প্রকাশ মাহাত ও অজিত মাহাত৷ খেলা পরিচালনা করে ভিকটর মাহাত, সন্ধ্যা রানা প্রমুখ৷