মেদিনীপুরে দ্বিতীয় লেবেল সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০,১১ ও ১২ই ফেব্রুয়ারী দীঘায় আনন্দমার্গ মেদিনীপুর ডায়োসিস দ্বিতীয় লেবেল সেমিনার উৎসাহে অনুষ্ঠিত হোল৷ তিন ঘন্টাব্যাপী অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেমিনার শুরু হয়৷ প্রায় শতাধিক মার্গী দাদা দিদি অংশ গ্রহন করেন৷ এই সেমিনারে প্রশিক্ষক হিসাবে ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত ও আয়োজক ছিলেন ডায়োসিস সেক্রেটারী আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ ১২ই ফেব্রুয়ারী সকালে নীলকন্ঠ দিবস পালিত হয় তিন ঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ কীর্ত্তনের মাধ্যমে শেষে ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায় পাঠ হয়৷ প্রশিক্ষক দাদা নীলকন্ঠ দিবসের গুরুতর আলোচনা করেন৷