মেদিনীপুরে গল্প বলা প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর শহরের নিকটবর্তী নেপুরা প্রাথমিক বিদ্যালয়ে রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন পরিচালিত চতুর্থ বর্ষ প্রারম্ভিক পর্যায়ের গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ১০ই নভেম্বর, শুক্রবার৷ ২০ জন প্রতিযোগীর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ঝিমি ঘোষ, শ্রেয়া পাত্র ও হিয়া খামরুই৷ প্রতিযোগিতার শুরুতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল রহমান রাওয়া পরিচালিত গল্প বলা প্রতিযোগিতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন৷ পুরস্কার বিতরণ ও শংসাপত্র প্রদানের পর বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়৷ বিদ্যালয় প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছের চারা লাগানো হয়৷ প্রধান শিক্ষক ছাড়াও রঞ্জিত ঘোষ মহাশয় বৃক্ষরোপণ করেন৷ উপস্থিত সকলেই অঙ্গীকার করেন গাছটিকে বাঁচিয়ে রাখার ও বড়ো করে তোলার৷