মেদিনীপুরে গল্প বলা প্রতিযোগিতা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুরের রয়েল একাডেমীতে গল্প বলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হল৷ রেণেশাঁ আর্টিস্টস এণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশনের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন বিদ্যালয়ে ৫ম বর্ষ গল্প বলা প্রতিযোগিতা ও উৎসব অনুষ্ঠিত হয়ে চলেছে৷ ২১শে আগস্ট, বুধবার মেদিনীপুর শহরের নজরগঞ্জে অবস্থিত রয়েল একাডেমীতে অনুষ্ঠিত হল গল্প বলা প্রতিযোগিতা৷ মহান দার্শনিক শ্রীপ্রভাতরঞ্জন সরকার এর ‘অনুনাসিকতা’ গল্পটি উক্ত বিদ্যালয়ের ৩২জন প্রতিযোগী সুন্দরভাবে পরিবেশন করে৷ বিচারক হিসেবে উপস্থিত পাঞ্চালী চক্রবর্তী ও গোপা বন্দোপাধ্যায় সকলের গল্প শুনে যে পাঁচজন সেরা প্রতিযোগীকে নির্বাচিত করেন তারা হল- শ্রীয়াদিতা শাসমল,পৌলমী বিষই, অদ্রিজা সিনহা, আরোহী আঢ্য ও সুকল্প দেবনাথ৷ প্রতিযোগিতা শেষে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয় সফল পাঁচ প্রতিযোগী সহ সকলের হাতে৷