মেদিনীপুরে মার্গ গুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর পদার্পণ দিবস উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৫শে জানুয়ারী মেদিনীপুরশহরে কেরানীতোলা আনন্দমার্গ জাগৃতিতে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ৪৩তম পদার্পন দিবস উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ৬ঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন, ঈশ্বর প্রনিধান, স্বাধ্যায় ও মিলিত আহার সহ প্রায় ২৫০ জন নরনারায়ণ সেবার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আগত বহু আনন্দমার্গীর সমাগমে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হলো৷ ১৯৮১ সালের বিশেষ ওই দিবসে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বিশিষ্ট মার্গী শ্রীশংকর কুন্ডু, অসিত দত্ত,শশাঙ্ক পাত্র ও শ্রীমতি অপর্ণা দত্ত তাঁদের মনের অনুভূতির কথা ব্যক্ত করেন৷ এই অনুষ্ঠানের সাথে এই বছর পি.আর. সরকার বৃত্তি পরীক্ষার প্রথম দশজন কৃতি ছাত্র ছাত্রাদেরকেও পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সমস্ত মার্গী ও জনসাধারণ কে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিম মেদিনীপুরের ভুক্তি প্রধান শ্রী শুভাশীষ সাহু৷