সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
২৫শে জানুয়ারী মেদিনীপুরশহরে কেরানীতোলা আনন্দমার্গ জাগৃতিতে মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্তিজীর ৪৩তম পদার্পন দিবস উপলক্ষ্যে সকাল ৯টা থেকে ৬ঘন্টা ব্যাপী ‘বাবা নাম কেবলম’ কীর্ত্তন, ঈশ্বর প্রনিধান, স্বাধ্যায় ও মিলিত আহার সহ প্রায় ২৫০ জন নরনারায়ণ সেবার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে আগত বহু আনন্দমার্গীর সমাগমে অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করা হলো৷ ১৯৮১ সালের বিশেষ ওই দিবসে যাঁরা যাঁরা উপস্থিত ছিলেন তাঁদের মধ্যে বিশিষ্ট মার্গী শ্রীশংকর কুন্ডু, অসিত দত্ত,শশাঙ্ক পাত্র ও শ্রীমতি অপর্ণা দত্ত তাঁদের মনের অনুভূতির কথা ব্যক্ত করেন৷ এই অনুষ্ঠানের সাথে এই বছর পি.আর. সরকার বৃত্তি পরীক্ষার প্রথম দশজন কৃতি ছাত্র ছাত্রাদেরকেও পুরস্কৃত করা হয়৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সমস্ত মার্গী ও জনসাধারণ কে ধন্যবাদ জ্ঞাপন করেন পশ্চিম মেদিনীপুরের ভুক্তি প্রধান শ্রী শুভাশীষ সাহু৷