মেদিনীপুরে পিক্যাপ PCAP) এর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু এ্যানিম্যালস এণ্ড প্ল্যান্টস পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে ও তরুণ সংঘ ব্যায়ামাগার, মেদিনীপুর এর সহযোগিতায় গত ৫ই জুন, বুধবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয় মেদিনীপুর শহরের কেরানীটোলায়৷ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে জীবজগত যে সমস্যার সম্মুখীন বর্তমানে তার থেকে কীভাবে তারা মুক্তি পেতে পারে এই বিষয়ে জনগণকে সচেতন করতে এই প্রচারমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকারের লেখা নব্যমানবতাবাদের উপর আধারিত প্রভাত সঙ্গীত ‘মানুষ যেন মানুষের তরে সবকিছু করে যায়’ সমবেতভাবে পরিবেশন করেন ধৃতি পাল, মণিকা দে, মমতা পাল, কল্পনা গিরি, ইলা রানী পাত্র প্রমুখ সদস্যাবৃন্দ৷ নব্যমানবতাবাদের আলোকে পরিবেশ দূষণের কারণ ও তার থেকে উত্তরণের উপায় বিষয়ে প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন শ্রী রঞ্জিত কুমার ঘোষ, শ্রী অসিত কুমার দত্ত, কল্পনা গিরি, মমতা পাল, রবীন্দ্রনাথ নন্দী, প্রশান্ত মাহাত প্রমুখ৷ সচেতনতা বৃদ্ধির জন্য শ্লোগান দেওয়া হয় ‘নদী,খাল,বিল,পুকুরের পাড়ে গাছ লাগাও,গাছ লাগাও’, ‘ভূগর্ভস্থ জলের ব্যবহার কমাতে হবে’, ‘নির্বিচারে প্রাণী হত্যা বন্ধ করো’, ‘মজে যাওয়া নদী নালা, খাল বিল, পুকুর সংস্কার করে বৃষ্টির জল ধরে রাখতে হবে’ ইত্যাদি৷ এর সাথে জনগণের মধ্যে বিলি করা হয় প্রচারপত্র৷ প্রায় দুই ঘণ্টা ধরে এই অনুষ্ঠান চলে৷ শুভাশীষ সাহু, বিশ্বদেব মুখোপাধ্যায়, দিলীপ পাল, মনোরঞ্জন মণ্ডল, সুকেশ পলমল, দীপক সাউ, অসীম সাধু, আশিস সাধু প্রমুখ এই অনুষ্ঠান পরিচালনা করেন৷