মেদিনীপুরে প্রাউট প্রশিক্ষণ শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৭ই ডিসেম্বর থেকে ২১শে ডিসেম্বর পর্যন্ত পাঁচদিন ব্যাপী প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে কেরানীটোলা আনন্দমার্গ স্কুলে৷ সম্মেলনে দিল্লি সেক্টরের বিভিন্ন স্তরের  প্রাউট কর্মীরা যোগ দিয়েছিলেন৷ ১৭ই ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, দিল্লী সেক্টরের মুখ্যসচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত, সংঘটন সচিব আচার্য প্রমথেশানন্দ অবধূত ও অন্যান্য নেতৃবৃন্দ, এছাড়াও গার্লস প্রাউটিষ্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ পাঁচদিনের এই সম্মেলনে প্রাউটের সামাজিক অর্থনৈতিক বিষয়ে আলোচনা করেন আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত,আচার্য অমৃতবোধানন্দ অবধূত, আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, আচার্য প্রসূনানন্দ অবধূত, ভাস্কর জানা প্রমুখ৷ ১৯তারিখ অপরাহ্ণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে ডি.এম অফিসের সামনে সমবেত হয়৷ সেখানে একটি সভায় বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা৷ তপময় বিশ্বাস প্রমুখ৷ সভা পরিচালনা করেন দিব্যেন্দু চৌধুরী৷ সমগ্র শিবির পরিচালনা করেন আচার্য সুপ্রভানন্দ অবধূত৷ তাঁকে সহায়তা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত, আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত, আচার্য জপকৃষ্ণানন্দ অবধূত ও স্থানীয় কর্মীবৃন্দ৷