সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২২, ২৩,২৪ জানুয়ারী মেদিনীপুর শহরে কেরানীটোলায় আনন্দমার্গ স্কুলে তিনদিবসীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ তিনদিবসীয় আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের বিভিন্ন বিষয়ের আলোচনা হয়৷ আলোচ্য বিষয়ের মধ্যে ছিল ‘আধ্যাত্মিক অনুশীলনই সূচ্যগ্রস্তরে পৌঁছানোর পথ’, ‘স্বগত অভিভাবন ও পরগত অভিভাবন’, ‘সামাজিক মনস্তত্ব’ ও ‘অর্থনীতির চারটি ধারা’৷ আলোচনা সভায় প্রশিক্ষক ছিলেন আচার্য রবীশানন্দ অবধূত৷
তিনদিবসীয় এই আলোচনা সভায় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গলমহল অঞ্চলের মার্গী ভাইবোনেরা যোগ দিয়েছিলেন৷ আলোচনা সভার ব্যবস্থাপনায় ছিলেন আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত,আচার্য চিরঞ্জীবানন্দ অবধূত, আচার্য নিত্যতীর্থা অবধূত প্রমুখ৷