মেদিনীপুরের চন্দ্রকোণায় ২৪ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মেদিনীপুর জেলার চন্দ্রকোণা রোডে গত ৪ ও ৫ই এপ্রিল বড়জাম গ্রামে ২৪ ঘন্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর ভক্তের সমাগম ঘটে৷ কীর্ত্তনের পরে পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান সম্পর্কে বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ অদ্বৈতা আচার্যা, রবীন্দ্র বেরা, কল্যাণময় ঘোষ ও গজেন্দ্রনাথ নায়েক প্রমুখ৷ বক্তব্যের পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশন করে বলেন, বৃহস্পতি মাহাত, জয়শ্রী নায়েক৷ প্রভাত সঙ্গীত অবলম্বনে আবৃত্তি, নৃত্য পরিবেশন করেন চিরস্মিতা নায়েক সবার মন জয় করে৷ সাংস্কৃতিক অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জয়া প্রতিহার৷ সবশেষে দরিদ্র মানুষের মধ্যে  বস্ত্রবিতরণ করা হয়৷ শিবপ্রসাদ নায়েক, তরুণ নায়েক, সৌরভ নায়েক প্রমুখদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানটি সফল হয়৷