সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আনন্দমার্গ গুরুকুল, আনন্দনগরের পরিচালনায় গত ১০ই এপ্রিল,২০২২ শম্ভূ নারায়ণ রায় স্মৃতি’’ পঞ্চম শ্রেণীর মেধান্বেষন ও বৃত্তি পরীক্ষায় আনন্দনগরের বিভিন্ন গ্রাম থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রা অংশগ্রহণ করে৷ পরীক্ষা উত্তীর্ণ প্রথম কুড়ি জনের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে৷ তাদের প্রত্যেককে এককালীন দু’হাজার টাকা ও শংশাপত্র ১৬ই মে,২০২২ গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০১তম জন্মদিনে প্রদান করা হবে৷