মেঘালয়ে বাঙালী নির্যাতন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, গত ৩রা জুলাই শিলং শহরের লউসুথুনে দুপুর ১২টা নাগাদ, ছয় জন বাঙালী যুবক স্থানীয় বাস্কেটবল কোর্টে খেলছিলেন অকস্মাৎ একদল উন্মত্ত খাসিয়া যুবক ধারালো অস্ত্র লোহার বড় প্রভৃতি নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে৷ জখম অবস্থায় ওই ছয়জনকে হাসপাতালে ভর্ত্তি করা হয়৷ ওই ছয় যুবক অরিন্দমদেব (২২), সুভর্ষি দাস পুরকায়স্থ (২০) ও সপ্তর্ষি দাসপুরকায়স্থ (২২) পিনাকীদেব (২৩) পৃথ্বীশদেব (২২) বিশাল ঘোষ (২৪)৷
১৯৭২ সালে মেঘালয়ে রাজ্য ঘটিত হবার পর থেকেই মেঘালয়ে বাঙালী নির্যাতন চলে আসছে, সম্প্রতি তা ভয়ঙ্কর রূপধারন করেছে৷ গত মার্চ মাসে একটি ছাত্র সংঘটন মেঘালয়ে বাঙালীর রক্তে ভাসিয়ে দেবার হুমকি দেয়৷
বাঙালী ছাত্র-যুবসমাজ ঘটনায় প্রচণ্ড ক্ষুদ্ধ৷ তারা হুমকি দিয়ে বলে অবিলম্বে মেঘালয়সহ উত্তর পূর্বাঞ্চলে বাঙালী নির্যাতন বন্ধ না হয়ে উত্তর পূর্বাঞ্চলকে স্তব্ধ করে দেওয়া হবে৷ ছাত্রযুবসমাজের এক নেতা বলেন আমরা কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয়৷ কিন্তু বাঙালীর উপর অত্যাচার আমরা সহ্য করবো না৷
আমরা বাঙালীর কেন্দ্রীয় সচিব বকুলচন্দ্র রায় মেঘালয়ের মুখ্যমন্ত্রীর কাছে দাবী জানায় অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে ও মেঘালয়ে বাঙালী নির্যাতন বন্ধ করতে হবে৷ মুখ্যমন্ত্রী ঘটনার নিন্দা করে উপযুক্ত ব্যবস্থা নেবার আশ্বাস দেন৷