মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে সরব বাঙালি ছাত্র-যুব সমাজ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা, শিলচর
সময়

গত ৩১শে অক্টোবর ফের মেঘালয়ে বাঙালিদের ওপর অমানবিক ও নির্মম অত্যাচারের প্রতিবাদে সরব হলো বাঙালি ছাত্র-যুব সমাজ৷ সংঘটনের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস হুমকির সুরে বলেন,১৯৭৯ সাল থেকে লাগাতার মেঘালয়ে বাঙালি নির্যাতন অব্যাহত রয়েছে৷ সরকার আসে, চলে যায় কিন্তু বাঙালিদের ওপর নির্মম অত্যাচার বন্ধ হয় না৷ দিন কয়েক আগে খাসি যুবকদের এক মিছিল চলাকালীন হঠাৎ ওই সংস্থার সদস্যরা বাঙালি পথচারীদের ওপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করে৷ মর্মান্তিক এই ঘটনায় কয়েকজন মারাত্মকভাবে জখম হয়েছেন বলে জানা গেছে৷

বার বার বাঙালিদের ওপর অত্যাচারের পরও মেঘালয়  সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নীরব ভূমিকা পালন করছে বলে ক্ষোভ ব্যক্ত করেছেন বাঙালি ছাত্র যুব সমাজ সংঘটনের কেন্দ্রীয় সচিব তপোময় বিশ্বাস৷ তিনি উদ্বেগের সুরে বলেন, কেন বার বার বাঙালি জনগণকে চিহ্ণিত করে অবলীলায় অত্যাচার করা হচ্ছে তিনি বলেন, আসলে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি চাইছে বাঙালিদের ভয় দেখিয়ে তাদের ধীরে ধীরে রাষ্ট্রহীন করে দিতে৷

এই করুণ পরিস্থিতির বিরুদ্ধে সমস্ত বাঙালিকে রাজনৈতিক দলাদলি ভুলে বাঙালি বঞ্চনা, অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে৷ বাঙালি ছাত্র-যুব সমাজের তপোময় বিশ্বাস বলেন, অবিলম্বে দোষীদের শাস্তি ও বাঙালিদের ওপর অত্যাচার বন্ধ করতে সরকার পদক্ষেপ গ্রহণ না করলে বাঙালি ছাত্র-যুব সমাজ তীব্র আন্দোলনের পথে নামতে বাধ্য হবে৷