মেঘালয়ে মুখ্যমন্ত্রীকে নাগরিক অধিকার রক্ষা কমিটির পত্র

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৩ই অক্টোবর অসম নাগরিক অধিকার রক্ষা কমিটি (সিটিজেন্স রাইটস্ প্রিজারভেশ্ন কমিটি) মেঘালয়ের  মুখ্যমন্ত্রী কর্র্ণড সাংমাকে এক পত্র লিখে অবিলম্বে মেঘালয়ে বাঙালীদের প্রতি অমানবিক অত্যাচার বন্ধ করার আবেদন করেছেন৷

কমিটির সাধারণ সম্পাদক সমীরণ চৌধূরী এই পত্রে লেখেন গত সাত মাস ধরে মেঘালয়ে বিশেষ করে ইচ্ছামতি ভোলাগঞ্জ কালিবাড়ী প্রভৃতি অঞ্চলের বাঙালীদের জীবন দুর্বিসহ করে তুলেছে খাসি স্টুডেন্ট ইয়ূনিয়ন৷ ব্রিটিশ শাসনের পূর্ব থেকে বাঙালীরা ওই অঞ্চলে বাস করছেন৷ গত সাত মাস তাদের জীবন জীবিকা স্তব্ধ করে দেওয়া হয়েছে৷ অথচ মেঘালয় সরকার বাঙালীদের ওপর নির্যাতন বন্ধে কোন কার্যকর ভূমিকা নেয়নি৷

ওই পত্রে মুখ্যমন্ত্রীকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে দক্ষিণ অসমে মেঘালয় সীমান্তে বরাক ভ্যালির বিস্তীর্ণ অঞ্চলে বহু খাসি জনগোষ্ঠী নিশ্চিন্ত নিরাপদে বাস করছেন৷ তাদের ওপর কোনরকম অত্যাচারের একটা দৃষ্টান্ত আজ পর্যন্ত নেই৷ অথচ মেঘালয়ে বাঙালীদের প্রতি মেঘালয় সরকারের কোনরকম সহানুভূতি আছে বলে মনে হয় না৷

ওইপত্রে গত ২০শে ফেব্রুয়ারী ২০২০ ঘটনার কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে নিরপেক্ষ তদন্তদাবী করা হয়েছে৷ পত্রের প্রতিলিপি অসমের মুখ্যমন্ত্রী, শিলচরের বর্তমান ও প্রাক্তন সাংসদ ও উত্তর করিমগঞ্জের বিধায়ককে দেওয়া হয়েছে৷