গত ২,৩ ও ৪ঠা ফেব্রুয়ারী বর্ধমান জেলার মেমারি আনন্দমার্গ স্কুলে ও অসম শিলচরে আনন্দমার্গ আশ্রমে আনন্দমার্গ দর্শনের সামাজিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ তিনদিনের এই আলোচনা সভায় আলোচ্য বিষয় ছিল---আদর্শ মানুষের জীবনচর্চা কেমন হওয়া উচিত, বুদ্ধির মুক্তি, প্রত্যাহার যোগ ও পরমাগতি, পাপস্য কারণত্রয়ম্৷ আলোচনা সভায় মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত, সহযোগিতায় ছিলেন আচার্য কৃষ্ণপ্রসুনানন্দ অবধূত৷
শিলচর সেমিনারে মুখ্য প্রশিক্ষক ছিলেন আচার্য বিকাশানন্দ অবধূত ও এছাড়াও ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্সালের কেন্দ্রীয় সংঘটন সচিব আচার্য সুপ্রভানন্দ অবধূত ও শিলচর ডি.এস.(এল) অবধূতিকা আনন্দ অরুন্ধুতি আচার্যা প্রমুখ৷ তিনদিনের এই সেমিনারে দার্শনিক তত্ত্ব আলোচনার পাশাপাশি প্রত্যহ কীর্ত্তন, মিলিত সাধনা, আসন অভ্যাস করার পাশাপাশি কীর্ত্তন পরিক্রমা, শোভাযাত্রা সহকারে পথ পরিক্রমার মাধ্যমে আনন্দমার্গের আদর্শ বাহিরে সমাজে পৌঁছে দেওয়া হয়৷