সংবাদদাতা
পি.এন.এ.
সময়
বিশেষভাবে সক্ষম মেয়ে৷ নিজে হাতে করে খেতে পারে না৷ খাবার খাওয়ার জন্য মা-ই ছিল একমাত্র ভরসা৷ কিন্তু মা হঠাৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী হওয়ায় মেয়েকে কে খাওয়াবে৷ মেয়ের বাবাকে প্রতিদিন দিনমজুরির কাজে বেরোতে হয়৷ শেষ পর্যন্ত ইউটিউব দেখে আর যন্ত্র ঘাটতে ঘাটতে গোয়ায় বাসিন্দা বিপিন কদম একটা আস্ত রোবট বানিয়ে ফেললেন৷ তিনি এই রোবটের নাম দিয়েছেন ‘মা রোবট’৷ যে কি না মায়ের মতো করেই প্রতিবন্ধী মেয়েকে খাইয়ে দেয়৷ বিপিনের এই কীর্ত্তিকে স্বীকৃতি দিয়েছে গোয়া স্টেট ইনোভেশন কাউন্সিল৷ সবাই জানতে চেয়েছেন বানিজ্যিকভাবে কিভাবে এর উৎপাদন সম্ভব?