সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ৫ই-৯ই নভেম্বর, কলকাতা থেকে নয়জনের একটি টীম অর্থাৎ নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যাপক শান্তুনু রায় ও এমএসসি মাইক্রোবায়োলজির পাঁচজন ছাত্র-ছাত্রা ও বিধাননগর কলেজের অধ্যাপিকা রিনি রায়, সর্বজিৎ পাইন, অধ্যাপকদ্বয়ের পুত্র দিব্যজ্যোতি আনন্দনগরের রাতের আকাশ দেখা ও দিনে সূর্যের পর্যবেক্ষণ তৎসহ আনন্দনগরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আসেন৷
অস্থি পাহাড়ের ডায়নোসরের ফসিল, নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি, বাঁশ গড়ের কৃষি ফার্ম, মাল্টা-মোসাম্বি বাগান, মধ্যরাঢ় বিন্দু তন্ত্রপীঠ, পসকা, বাবা স্মৃতি শৌধ, জলবন্ধ প্রকল্প, শিশুসদন, রোটাণ্ডা সভাগৃহ প্রভৃতি পরিদর্শন করেন৷