মহাকাশ থেকে ধেয়ে আসছে পৃথিবীর দিকে বিমানের আকৃতির গ্রহাণু---সতর্কতা জারি নাসার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মহাকাশ থেকে তিন তিনটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে৷ তাদের আকার - আকৃতি নিয়ে সকলের মধ্যে  দ্বন্দ্ব থাকলেও শেষে জানা গেছে তার আকার একটি প্রমাণ মাপের বড় বাসের মতো৷  আবার অনেকের ধারণা বিমানাকৃতির হতে পারে৷  প্রতি সেকেণ্ডে প্রায় ৭ কিলোমিটার বেগে দূরত্ব অতিক্রম করছে গ্রহাণুটি৷ আর প্রবল গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ গত সোমবারই একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছে চলে এসেছে৷

নাসা জানিয়েছে---‘এই গ্রহাণুটির নাম ২০২৩ জেএল১৷ প্রতি ঘন্টায় ২৬ হাজার ৩১৬ কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে ছুটে আসছে৷ যার দৈর্ঘ্য ৩৯ ফুট৷ তবে এখনই ভয়ের কিছু নেই৷ কারণ এই গ্রহাণু পৃথিবীর খুব কাছে এলেও পৃথিবীর সঙ্গে এর দূরত্ব ২৪.৯ লক্ষ কিলোমিটার৷ তবে এটি ছাড়াও আরও দু’টি গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আসবে বলে সতর্ক করেছে নাসা৷ আর এই দুটি গ্রহাণু একটি বাড়ির আকারের ও অন্যটি একটি বিমানাকৃতির প্রথমটির দৈর্ঘ্য ৪৬ ফুট৷ নাম ২০২৩ জেও১৷ দ্বিতীয়টির দৈর্ঘ্য ২০০ ফুটেরও বেশি৷ নাম ২০২৩ জেডি২৷