সংবাদদাতা
পি.এন.এ.
সময়
অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে৷ ২০২৩ এর শুরুতেই সূর্যের দিকে উড়ে যাবে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গা- -নাইজেশনের (ইসরো) সাহসী উদ্যোগ ‘মহাকাশ যান আদিত্য’৷
আন্তর্জাতিক স্তরে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতীয় বিজ্ঞানীদের ‘মেধা স্বীকৃত ও সম্মানিত হচ্ছে৷ ইসরোর একাধিক প্রকল্প বিদেশী বিজ্ঞানীরা সমীহ করছে৷ সৌর পরিবেশ নিয়ে গবেসনার জন্য পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরী মিশন ‘আদিত্য’ মহাকাশ যান তৈরীর কাজ প্রায় শেষ৷ এই মহাকাশযানে সাতরকমের যন্ত্র আছে যা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরী হয়েছে৷