মহাকাশে বাঁদর পাঠিয়ে প্রজনন ক্ষমতা পরীক্ষার পরিকল্পনা চীনের

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

চীন তাদের তিয়াংগং সেপ্স স্টেশনে বাঁদর পাঠানোর কথা ভাবছে! মাধ্যাকর্ষনহীন মহাকাশের পরিবেশে বাঁদরের শারীরিক বৃদ্ধি ও প্রজনন ক্ষমতা নিয়ে গবেষণার লক্ষ্যে চীে??? সিদ্ধান্ত৷ এই ধরণের বিশেষ পরীক্ষায় স্পেস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত বৈজ্ঞানিক সাং হু জানিয়েছেন জীবন বিজ্ঞান সংক্রান্ত গবেষণার সবচেয়ে বড় মডিউল এই বিশেষ পরীক্ষা৷ মাছ ও শামুকের ওপর আগে এই ধরণের পরীক্ষার পর এবার মহাকাশে বাঁদর ও ইঁদুরের প্রজনন ক্ষমতার পরীক্ষা হবে৷ মাইক্রোগ্র্যাভিটি সহ মহাকাশের নানা পরিবেশের সঙ্গে কোন জীব কিভাবে  মানিয়ে নিতে পারে সে ব্যাপারে ও এই গবেষণায় একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে৷

বিশেষজ্ঞদের মতে জটিল শারীরিক ঘটন বিশিষ্ট প্রাণীদের মহাকাশে প্রজনন ক্ষমতার পরীক্ষায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বৈজ্ঞানিকরা৷ প্রসঙ্গত ঠাণ্ডাযুদ্ধের আমলে অতীতের পরীক্ষাগুলি থেকে জানা গেছে, মাধ্যাকর্ষন শক্তির অভাবে প্রাণীদের যৌনক্ষমতা হ্রাসের সম্ভাবনাই বেশী৷ এবিষয়ে ‘শিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের অধ্যাপক কেহ কুই জানান স্পেস স্টেশনে বাঁদরের খাবার ও তাদের মলমূত্র ত্যাগের গতিপ্রকৃতি ও পর্যবেক্ষন রাখতে হবে৷ তিনি আরও জানান, মঙ্গল ও চাঁদের  কক্ষপথের আশে পাশে দীর্ঘ মেয়াদে থাকার  পরিকল্পনা করছে দেশই৷  সেক্ষেত্রে মানুষের সঙ্গে সবথেকে বেশী সাদৃশ্য থাকা বাঁদরের ওপর এই পর্যবেক্ষণ মূলক গবেষণা অত্যন্ত প্রয়োজনীয় হবে৷