মহাকাশে ভারতের ‘মিশন শক্তি’র সাফল্য

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র  ইসরো গত ২৭শে মার্চ মহাকাশ গবেষণা ক্ষেত্রে এমনই  এক সাফল্য অর্জন করল, যা ভারতকে এই মহাকাশ গবেষণা ক্ষেত্রে  এলিট  গ্রুপের  সদস্য  হিসেবে  প্রতিষ্ঠিত  করল৷  বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এই গ্রুপের  সদস্য৷ এই অভিযানের  নাম ‘মিশন শক্তি’৷ ৩০০ কি.মি দূরে  আবর্তিত (লো আর্থ অরবিট) এক উপগ্রহকে  নিখুঁত নিশানায় অত্যাধুনিক প্রযুক্তির এ্যান্টি  স্যাটেলাইট মিসাইল নিক্ষেপ করে ধবংস  করে দেওয়ার  পরীক্ষায় উত্তীর্ণ হ’ল ভারতের  নিজস্ব ক্ষেপনাস্ত্র৷ মহাকাশ  যুদ্ধের প্রস্তুতির ক্ষেত্রে ভারতের এই বিরাট সাফল্যে দেশের বিজ্ঞানী মহল গর্বিত৷

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এই সাফল্য অত্যন্ত  গুরুত্বপূর্ণ৷ আপৎকালীন পরিস্থিতিতে শত্রুদেশের   অজান্তে তাদের কৃত্রিম উপগ্রহে  আঘাত করে ইন্টেলিজেন্স টেলিকমিউনিকেশন ও যোগাযোগ ব্যবস্থাকে  ধবংস করে দিতে পারে এই ক্ষেপণাস্ত্র৷